ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভূত সেজে ভয় দেখানোয় গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

এবার মানুষকে ভয় দেখিয়ে ভিডিও করতে গিয়ে সোজা জেলে ঢুকতে হলো সাত যুবককে। ভারতের বেঙ্গালুরুর ইউটিউবার গ্রুপ ‘ঘোস্ট প্র্যাঙ্ক’-এর বেশ নামডাক আছে। সম্প্রতি গভীর রাতে রক্তাক্ত পোশাকে বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন ওই গ্রুপেরই সাত যুবক।

অন্ধকার রাস্তায় কখনো পথচারীদের মুখের কাছে গিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিলেন তো কখনো অতর্কিতেই হানা দিচ্ছিলেন কারও অটোচালক ও মোটরআরোহীদের সামনে। আচমকা বীভৎস চেহারার মূর্তিদের দেখে চমকে ওঠেন সবাই। কিন্তু এভাবে ভয় দেখানোয় সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান এক অটোচালক। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই সাত ভূত যুবককে।

বেঙ্গালুরু পুলিশের এক কর্মকর্তা বলেন, গ্রেফতার হলেও অবশ্য তাদের সেই ভুতুড়ে ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অনেকে তাদের কা-কারখানায় যেমন মজা পেয়েছেন, কেউ কেউ আবার সমালোচনা করতেও ছাড়েননি। তবে আপাতত জামিনে মুক্ত ওই সাত যুবক।

 
Electronic Paper