ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতের শহরে গরুর জন্য হোস্টেল!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

ভারতের প্রতিটি শহর বা নগর অঞ্চলে তৈরি হতে যাচ্ছে গরুর জন্য হোস্টেল। দেশটির সরকার এমনই এক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, শহরে গরুর খাঁটি দুধ পাওয়া অনেকটা দুষ্কর। এছাড়া অনেকেই গরুর মালিক হওয়ার স্বপ্ন দেখেন। শহরবাসী মানুষদের এসব সমস্যা সমাধানে গরুর হোস্টেল দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের নবগঠিত জাতীয় গরু কমিশন (কামধেনু আয়োগ) দেশটির সরকারের কাছে প্রস্তাব করেছে প্রতিটি শহর বা শহুরে অঞ্চলে গরু হোস্টেলের জন্য ১০ থেকে ১৫টি বিশেষ জায়গা বরাদ্দ দেওয়ার।

কামধেনু আয়োগের চেয়ারম্যান ভল্লবভাই কাতিরিয়া জানান, গরু হোস্টেল নির্মাণের বিষয়ে নির্দেশনা চেয়ে নগর পরিকল্পনা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন তিনি।

তিনি বলেন, এসব হোস্টেলে রাখা গরু থেকে মালিকরা সব সুবিধা পাবেন। গরুর খাঁটি দুধ পাবেন, এছাড়া বাচ্চা হলে তারও মালিকানা পাবেন। সেইসঙ্গে গরুর দুধ, গোবর ও মূত্র বিক্রি করে আয়ও করতে পারবেন শহরের বাসিন্দারা।

 
Electronic Paper