ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমুদ্রে ভেসে আসছে কোকেন

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

অক্টোবর শেষের দিক থেকে ফ্রান্সে আটলান্টিকে সাগরের তটে প্রতিদিন গড়ে প্রায় একশ’ কিলোগ্রাম করে কোকেন ভেসে আসছে। গত মঙ্গলবার এমনটাই জানিয়েছেন সে দেশের এক সংসদ সদস্য। কোকেনগুলো প্যাকেটবন্দি হয়ে ভেসে আসছে। সেগুলো অত্যন্ত উচ্চমানের কোকেন, প্লাস্টিকের প্যাকেটে বন্দি থাকায়, জলে ভেসে এলেও কোনো রকম বিকৃতি ঘটেনি।

বিবিসি এক প্রতিবেদনে বলছে, কয়েকশ’ কোটি টাকার এমন মাদক কীভাবে কোথা থেকে আসছে, তা নিয়ে তদন্ত চলছে। মঙ্গলবার পর্যন্ত মোট এক হাজার ১০ কিলোগ্রাম কোকেন উদ্ধার হয়েছে। ইতোমধ্যেই একাধিক ব্যক্তিকে ওই কোকেনের প্যাকেটসহ গ্রেফতার করা হয়েছে। ১৭ বছরে এক কিশোর তিন ঘণ্টা গাড়ি চালিয়ে ফ্রান্সের ওই সৈকতে পৌঁছায়।

যাকে পরে পাঁচ কিলোগ্রাম কোকেনের একটি প্যাকেট সমেত ধরা হয়। অক্টোবরের মাঝামাঝি থেকে ওই গোটা এলাকায় জাহাজ চলাচলের সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সমুদ্র সৈকতও বন্ধ ঘোষণা করেছে ফ্রান্স।

 
Electronic Paper