ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমালোচকই মাদকবিরোধী যুদ্ধের দায়িত্বে

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ০৮, ২০১৯

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বহুল সমালোচিত মাদকবিরোধী যুদ্ধের দায়িত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও মানবাধিকার আইনজীবী লেনি রব্রেডোকে (৫৮)। তিনিই শুরুতে এই অভিযানের কট্টর সমালোচক ছিলেন।

দ্য গার্ডিয়ান বলছে, ২০১৬ সালের মাঝামাঝি দায়িত্ব নেওয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতের্তে। এই অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার ছোটখাটো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে হত্যা করা হয়েছে এবং আত্মসমর্পণ করেছে ১৩ লাখ। মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিহতের সংখ্যা আরও বেশি। মাদকবিরোধী অভিযান শুরুর পর দুতের্তে দুটি আন্তঃসংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য রব্রেডোকে একটি প্রস্তাব দেন। এই দুটি সংস্থার মধ্যে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।

রব্রেডো বলেন, ‘অনেকেই আমাকে সতর্ক করে বলছেন এটি কপট প্রস্তাব। কারণ, আমাকে অবমাননা ও লজ্জায় ফেলতে এটি ফাঁদ হতে পারে। আমি যাতে সফল না হই সে জন্য সম্ভাব্য সবকিছু করা হবে। তবে আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

এই রাজনীতিক আরও বলেন, ‘যদি আমি কোনও একটি নির্দোষ জীবন বাঁচাতে পারি তাহলে আমার নীতি ও মন বলে সেই চেষ্টা করা উচিত।’

প্রসঙ্গত, ফিলিপাইনে প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট আলাদাভাবে নির্বাচিত হন। লেনি রব্রেডো দেশটির একজন সাবেক মানবাধিকার আইনজীবী এবং রাজনীতিতেও নতুন।

 
Electronic Paper