ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সোনা-হীরার টয়লেট!

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ০৮, ২০১৯

সোনা ও হিরা দিয়ে সাজানো এক মূল্যবান টয়লেটের ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি সাংহাইতে আয়োজিত চীনের আন্তর্জাতিক ইমপোর্ট এক্সপোতে এটি দেখা গেছে। নির্মাতা হংকংয়ের অলঙ্কার ব্র্যান্ড ‘করোনেট।’

এটির আসন বুলেট প্রুফ এবং সম্ভবত কোনো টয়লেট আসনে সব থেকে বেশি হিরার রেকর্ডও এরই দখলে। টয়লেটটি নির্মাণে খরচ হয়েছে ১৩ লাখ ডলার। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১১ কোটি টাকা।

ডেইলি মেইল জানিয়েছে, এই টয়লেটের নির্মাণে বুলেট প্রুফ কাচ ব্যবহৃত হয়েছে। সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে ৪০ হাজার ৮১৫টি হিরা। সব মিলিয়ে ৩৩৪ দশমিক ৬৮ ক্যারেট হিরা দিয়ে তৈরি এই মহার্ঘ টয়লেট। ‘করোনেট’-এর মালিক অ্যারন শুম অবশ্য জানাতে চাননি কেউ এই টয়লেটটি কিনছে কি-না।

তিনি জানিয়েছেন, তার এই টয়লেট বিক্রি করার কোনো ইচ্ছে নেই। ডেইলি মেইলকে তিনি বলেন, ‘আমরা একটা হিরার শিল্প জাদুঘর বানাতে চাই, যাতে বহু মানুষ সেটি উপভোগ করতে পারেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা এই সোনা ও হিরা বসানো টয়লেটের প্রশংসায় অনেকেই পঞ্চমুখ। আবার কারও মতে এটি হাস্যকরও বটে।

 
Electronic Paper