ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাজমহল থেকে ৯ ফুট অজগর উদ্ধার

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ০৪, ২০১৯

ভারতের দিল্লির আগ্রায় অবস্থিত তাজমহলের পার্কিংয়ের কাছ থেকে ৯ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এনডিটিভিকে পর্যটকরা জানান, তাজমহলের পশ্চিমের পার্কিং লটে কাজ করছিলেন এক কর্মকর্তা ও শ্রমিকরা। তারাই প্রথম সাপটিকে দেখতে পান। পরে ওয়াইর্ল্ডলাইফ এসওএস উদ্ধারকারী দল সাপটিকে একটি বাক্সে ভরে নিয়ে যায়।

পুরোপুরি পরীক্ষা-নিরীক্ষার পর অজগরটিকে উপযুক্ত আবাসে ছেড়ে আসা হয়। আগ্রার সাব-ইন্সপেক্টর অশোক কুমার বলেন, ‘ভাগ্যক্রমে, কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ওয়াইর্ল্ডলাইফ এসওএসের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করি। তাদের প্রতিনিধি এসেছিলেন এবং খুব দ্রুতই সাপটিকে উদ্ধার করেন তারা।’

ওয়াইর্ল্ডলাইফ এসওএসের সহপ্রতিষ্ঠাতা ও সিইও কার্তিক সত্যনারায়ণ বলেন, ‘বিশাল সাপটিকে উদ্ধার করা মোটেও সহজ কাজ ছিল না।’

 
Electronic Paper