ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মহাকাশে বেসবল!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ০২, ২০১৯

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তিন মহাকাশচারী অ্যান্ড্রিও মরগ্যান, জেসিকা মেইর ও ক্রিশ্চিনা কচ বর্তমানে রয়েছেন পৃথিবী ছাড়িয়ে অনেক দূরে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে। কিন্তু তাদের মন পড়ে রয়েছে আমেরিকায় শুরু হওয়া বেসবলের জনপ্রিয় প্রতিযোগিতা ওয়ার্ল্ড সিরিজে। তাই ওয়াশিংটন ন্যাশনালস ও হিউস্টন অ্যাস্ট্রোজের ম্যাচের আগে স্পেস স্টেশনের মধ্যেই বেসবল খেলায় মেতেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিয়োতে দেখা যায়, বেসবলের ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছেন মরগ্যান। তাকে বল করলেন জেসিকা। সেই বল সজোরে মারলেন মরগ্যান। ফিরতি বলকে লুফে নিলেন জেসিকা। এই সময় ক্রিশ্চিনা দাঁড়িয়ে ছিলেন পেছনে। জেসিকা ক্যাচ ধরার পরই আনন্দে লাফিয়ে উঠলেন দুজনে। মাইক্রোফোন হাতে কিছু বলা শুরু করলেন ক্রিশ্চিনা। হিউস্টন দলের হয়ে নিজেদের সমর্থন জানালেন তিনি।

মহাকাশ থেকে বেসবলের একটি ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন মহাকাশচারী জেসিকা মেইর। সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘স্পেস স্টেশনে দ্রুততম বল। পৃথিবীতে হওয়া বেসবলের অ্যাকশন নিশ্চয় সবাই উপভোগ করছেন।’

 
Electronic Paper