ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাদ্রিদে ভেড়ার মিছিল

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

ভেড়ার মিছিলে স্তব্ধ হয়ে পড়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ। শুনতে অবাক লাগলেও গত রোববার এমনটি ঘটেছে শহরটিতে। চারণভূমিতে নিয়ে যাওয়ার জন্য ভেড়ার পাল যখন মাদ্রিদের রাস্তায় উঠেছিল তখন বন্ধ হয়ে যায় যান চলাচল।

৬০০ বছরের পুরনো একটি চুক্তির আওতায় কৃষকরা অল্প কিছু ফি দিয়ে শহরের মধ্য দিয়ে ভেড়ার পাল নিয়ে যেতে পারেন তাদের যেকোনো গন্তব্যে।

শ্রমিকরা যখন গ্রামীণ ঐতিহ্যবাহী পোশাক পরে গানবাজনা করে প্রায় দুই হাজার ভেড়া ও ছাগলের দল নিয়ে শহর পাড়ি দেন তখন অনেককেই মোবাইল ক্যামেরায় তা ধারণ করতে দেখা যায়। সূত্র : ডয়েচে ভেলে।

 
Electronic Paper