ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাত্র এক মিটার প্রস্থের বাড়ি

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

দেখতে ‘দেয়ালে’র মতো বসবাসযোগ্য এই বাড়ির ঠিকানা লেবানন। শুধু সেই দেশ না তা বিশ্বের সবচেয়ে সরু বাড়ি। লেবাননের বৈরুতের পুরনো লাইট হাউসের কাছে অবস্থিত এ বাড়ির প্রস্থ মাত্র এক মিটার এবং উচ্চতা ১৪ মিটার।

জানা যায়, দুই ভাইয়ের শত্রুতার জেরেই নাকি এই বাড়ি তৈরি। এর পিছনের বাড়ির সি-ভিউ আটকাতেই ১৯৫৪ সালে এই সরু বাড়িটা বানান আর এক ভাই। দেয়াল আকৃতির এই বাড়ির প্রতিটি ফ্লোরে দুটো করে ঘর রয়েছে। এক সময় এই বাড়ি যৌনকর্মীরা ব্যবহার করতেন।

তারপর শরণার্থী শিবির হিসাবে কাজে লাগানো হতো বাড়িটা। বর্তমানে বেআইনি হিসেবে চিহ্নিত করা হয়েছে সবচেয়ে সরু এই বাড়ি। কোনো বাসিন্দার বসবার না থাকায় খালি পড়ে আছে এই বাড়ি।

 
Electronic Paper