ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পানির বদলে এসিডের বোতল!

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ০৭, ২০১৯

ভুল করেই পানি কিনতে আসা এক যুবকের হাতে এসিডের বোতল তুলে দেন বৃদ্ধ দোকানি। ক্রেতারও পড়ে দেখার সময় হয়নি, বোতলের গায়ে কী লেখা! ‘পানি’ পান করার পর তীব্র জ্বলন অনুভব করার পরেই তিনি বুঝতে পারেন, আসলে এসিড খেয়েছেন।

৩০ বছরের ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এসিডে যুবকের শরীরের অভ্যন্তরীণ ক্ষত তৈরি হয়েছে। তার অবস্থা সংকটজনক। গ্রেফতার করা হয়েছে আটান্ন বছর বয়সী ওই দোকানিকে। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির মন্দাওয়ালি অঞ্চলে।

পুলিশ জানায়, বিনয়ের বাড়ি পশ্চিম বিনোদনগরে। সম্প্রতি স্থানীয় একটি দোকানে পানি কিনতে গিয়েছিলেন বিনয়। দোকানদার অসাবধানতাবশত তাকে এসিডের বোতল দিয়ে দেন। বোতল দুটি একই রকম দেখতে হওয়ায়, ওই যুবকও খেয়াল করেননি। বাড়িতে গিয়ে পানি ভেবে সেই এসিড গলায় ঢালার পরেই অস্বস্তিবোধ করতে থাকেন। তাকে লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
Electronic Paper