ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শয়তানের ব্রিজ

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ০৫, ২০১৯

সেতুটির নাম ‘ডেভিলস ব্রিজ’। পর্তুগালের মন্টেলেগ্রি এবং ভেইরা ডি মিনহো-র সীমানায় রয়েছে এই ব্রিজ। ব্রিজটি মধ্যযুগে বানানো হলেও নির্দিষ্ট কোনো সাল উল্লেখ নেই। খরস্রোতা রাবাগাও নদীর ওপর পাথর দিয়ে তৈরি এটি। আনন্দবাজার পত্রিকার প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে প্রচলিত রয়েছে, সেই আমলে কোনো এক রাতে নাকি এক ডাকাত এই পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে পালাচ্ছিল। রাবাগাও নদীর কাছে এসে সে আটকে যায়। নদী পার হওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে।

ডাকাতের ঈশ্বরের ওপর বিশ্বাস ছিল না। এ কারণে সে শয়তানের আরাধনা শুরু করে। সেই রাতেই নাকি প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, আর তার মধ্যেই ভক্তের ডাকে সাড়া দিয়ে শয়তান এসে হাজির হয় তার সামনে। ভক্তের অনুরোধ মেনে রাবাগাও নদীর ওপর ব্রিজ বানিয়ে দেয় শয়তান। বিনিময়ে মৃত্যুর পর তার আত্মা শয়তানকে অর্পণ করার প্রতিশ্রুতি দেয় সে। এরপর থেকেই ধীরে ধীরে এই ব্রিজের নামকরণ হয় ডেভিলস ব্রিজ।

 
Electronic Paper