ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৫ মাস পরও সচল ডুবে যাওয়া ফোন

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ০২, ২০১৯

আমেরিকান নাগরিক মিচেল বেনেট (৩৮) পেশায় একজন ইউটিউবার। সেই সঙ্গে একজন গুপ্তধন শিকারিও তিনি। প্রায়ই তিনি গুপ্তধনের খোঁজে নদী কিংবা হ্রদে নেমে যান। সম্প্রতি এই গুপ্তধন শিকারি নদীর তলায় খুঁজে পেয়েছেন একটি আইফোন।

আশ্চর্যের ব্যাপার হলো, নদীর তলদেশে দীর্ঘদিন থাকার পরও আইফোনটির কোনো ক্ষতি হয়নি। পুরোপুরি সচল রয়েছে সেটি। মিচেল তার চ্যানেল ‘নাগেটনগিন’-এ সবার সামনে তুলে ধরেছেন তার এই অভিনব ‘গুপ্তধন’ উদ্ধারের কাহিনী।

ভিডিওতে দেখা গেছে, তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডিস্টো নদীতে ঝাঁপ দিচ্ছেন মেটাল ডিটেক্টর নিয়ে। সেখান থেকে তিনি উদ্ধার করেন একটি আইফোন।

হারানো আইফোনটি ফিরে পেয়ে এর মালিক এরিকা (২৯) জানান, ২০১৮ সালের ১৯ জুন তিনি পরিবারের সঙ্গে বেড়াতে গেলে দুর্ঘটনাক্রমে ফোনটি নদীতে পড়ে যায়। এরপর থেকে ফোনটি নদীর তলদেশেই পড়ে ছিল।

 
Electronic Paper