ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্লাস্টিকের বিকল্প বাঁশের বোতল

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ০১, ২০১৯

ভারতকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। তারা বলেছে, খোলা বাজারে কেউ প্লাস্টিক যাতে বিক্রি করতে না পারে, সেদিকে নজর রাখা হবে। এই লক্ষ্যে ভারতে প্লাস্টিকের বিকল্প বাঁশের বোতল তৈরি হয়েছে।

গ্রামের ক্ষুদ্র ও কুটিরশিল্পে এসব বাঁশের বোতল তৈরি হচ্ছে। আনন্দবাজার পত্রিকা বলছে, নরেন্দ্র মোদি সরকার প্লাস্টিকের বিকল্প হিসেবে মাটির থালা, গ্লাস, বাসনকোসন, হাঁড়ি, কলসও তৈরির উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া কাচ, সিলভার, পিতল, স্টিলজাত পণ্যও রয়েছে। তবে এগুলোর মধ্যে সর্বশেষ সংযোজন বাঁশের তৈরি বোতল। এই বোতলের দাম একটু বেশি পড়বে। ৭৫০ মিলি লিটারের একটি বোতলের দাম পড়ছে ৩০০ রুপি। তাই এই বোতল বাজারজাত করলে কতটুকু সফলতা পাওয়া যাবে, তা নিয়ে ভাবনা রয়েছে।

আগামী ২ অক্টোবর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন থেকে শুরু হচ্ছে প্লাস্টিক পণ্য বর্জন কর্মসূচি।

 
Electronic Paper