ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৬০ বছর পর বই ফেরত!

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ০১, ২০১৯

‘কালচার অ্যান্ড সোসাইটিস অব আফ্রিকা’ শীর্ষক একটি বই যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে কোনো এক পাঠক পড়তে নিয়েছিল ৬০ বছর আগে। তারপর থেকে বইটি আর পাওয়া যায়নি। সম্প্রতি গনভিল অ্যান্ড কেইউস কলেজের একজন সাবেক ছাত্র বইটি ফেরত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কর্তৃপক্ষের কাছে। তবে, তার নাম প্রকাশ করা হয়নি।

লাইব্রেরির বই এতদিন নিজের কাছে রাখার জরিমানা সপ্তাহে দেড় পাউন্ড করে বর্তমান সময়ের হিসেবে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭শ’ পাউন্ড। কিন্তু লাইব্রেরি কর্তৃপক্ষ আগেই জরিমানা মওকুফের অঙ্গীকার করেছিলেন ওই পাঠকের কাছে।

বইটি এখন মূল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজের লাইব্রেরিতে রাখা হয়েছে। টুইটারে এক বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ লিখেছে, ‘বেটার লেট দ্যান নেভার’। একই সঙ্গে জরিমানা মওকুফের কথাও উল্লেখ করেছে তারা। বিবিসি।

 
Electronic Paper