ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

ভারতে তিন তালাক আইনবিরোধী। তবে, সম্প্রতি ভারতের কর্নাটকের সিমোগার বাসিন্দা আয়েশাকে দুবাই থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন তালাক দিয়েছেন তার স্বামী। এখন বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আয়েশা। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার স্বামী মুস্তাফা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে আমাকে তিন তালাক দিয়েছেন। কিন্তু আমি এই তালাক মানি না। স্বামীর নামে মামলা করেছি। আমি এর বিচার চাই।’

তবে পুলিশ জানিয়েছে, যেহেতু মুস্তাফা দুবাইয়ে থাকে, তাই তারা কিছু করতে পারবে না। আয়েশা বলেন, ‘২১ বছর আগে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পর আমার সন্তান হয়নি। তবে এ ব্যাপারে মুস্তাফাও কখনো কিছু বলেনি। এমনকি আমরা একটি মেয়েকে দত্তক নিয়েছিলাম। ওর বয়স এখন ১৬ বছর। এখন হুট করেই আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন।’

এখন মেয়ের পড়াশোনায় ক্ষতি হবে ভেবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন তিনি।

 
Electronic Paper