ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হস্তীশাবক বাঁচাল ডুবন্ত মানুষকে

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

থাইল্যান্ডের এলিফ্যান্ট নেচার পার্ক। একদিন সকালে পার্কের জলাশয়ে গোসল করতে নেমেছিলেন হাতিদের জন্য সংরক্ষিত ওই অভয়ারণ্যের এক কর্মী দারিক থমসন। আর জলাশয়ের ধারে দাঁড়িয়ে তা দেখছিল কয়েকটি হাতি। জলের মধ্যে কিছুটা যাওয়ার পরে দারিক থমসনের নড়াচড়া দেখে সন্দেহ হয় ওই হাতির দলে থাকা হস্তীশাবক খাম লাহ-র। সে ভেবেছিল তার বন্ধু দারিক হয়তো জলে ডুবে যাচ্ছে।

এই চিন্তা মাথায় যেতেই আর অপেক্ষা করেনি সে। সোজা জলে নেমে এগিয়ে যায় দারিকের দিকে। তারপর নিজের শূঁড়ে তার হাত জড়িয়ে জলাশয়ের পাড়ে নিয়ে আসে। 

ঘটনাটি ২০১৬ সালে হলেও এটির একটি ভিডিও ভাইরাল হয়েছে গত দুদিন ধরে। সেখানে অনেকেই হাতিটিকে মানুষের বিপদে বন্ধুত্বের হাত বাড়িয়ে বাঁচানোর তৎপরতায় ব্যাপক প্রশংসা করছেন।

 
Electronic Paper