ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যে দ্বীপ গুপ্তধনে ভরপুর

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

বইয়ের পাতার বাইরেও আছে ট্রেজার আইল্যান্ড বা সম্পদের দ্বীপ। প্রশান্ত মহাসাগরের কোলে কোকোজ আইল্যান্ড নামে দ্বীপটি ১৮৩২ সাল থেকে কোস্টারিকার অংশ। কোস্টারিকার মূল ভূখণ্ড থেকে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাস্তবের এই গুপ্তধন-দ্বীপকে ঢেকে আছে ঘন সবুজ ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে।

৩০০ ফিটের খাড়া পাহাড়, কালো বালুর সৈকত, অসংখ্য নদী আর ঝরনায় সাজানো এই রহস্যময় দ্বীপ দেখেই নাকি মাইকেল ক্রিকটনের মনে ‘জুরাসিক পার্ক’-এর প্লট এসেছিল। দ্বীপটি নিয়ে কৌতূহলের শেষ নেই শতবর্ষজুড়ে।

রহস্যময় এই দ্বীপে লুকানো আছে এক বিলিয়ন ডলার বা ৭১ হাজার ৫০ কোটি টাকার সম্পদ। রটনার সূত্রপাত ১৮২০ খ্রিস্টাব্দে। লাতিন আমেরিকা দখলকারী স্প্যানিশ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পেরুর স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনার পরম্পরায় এক সময় এক দস্যু লুণ্ঠন করা ৩৫০ টন সোনা নাকি এই দ্বীপেই ফেলে পালিয়েছিলেন- এমনটাই রটনা আছে মনোরম স্থানটি নিয়ে।

 
Electronic Paper