ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইলিশের জালে ২২ মহিষ!

নোয়াখালী প্রতিনিধি
🕐 ১১:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

ইলিশের ভরা মৌসুম। নদী-সমুদ্রে জাল ফেললেই মিলছে মাছ। কিন্তু নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে কয়েক জেলের ভাগ্যে যা ঘটল তা রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। তাদের ইলিশের জালে আটকা পড়ে মালিকবিহীন ভাসমান ২২টি মহিষ।

সোমবার রাতে মহিষগুলো স্থানীয় তিন রাখালের জিম্মায় রাখা হয়েছে। এর আগে বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের মাইচ্চা মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ ধরার জালে ভাসমান মহিষগুলো আটকা পড়ে। তবে এগুলো কোথা থেকে কীভাবে ভেসে এসেছে তা জানা যায়নি।

নৌকার মালিক শাহজাহান ও জেলেরা জানান, বিকেলে মেঘনা নদীতে নৌকার মাঝি সাইফুল ইসলাম তার ইলিশ ধরার জন্য জাল ফেললে ওই জালে বেশ কিছু ভাসমান মহিষ আটকা পড়ে। পরে নদীতে টহলরত নৌ পুলিশের সহযোগিতায় ২২টি মহিষ জালসহ তীরে আনা হয়।

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান ঢালী জানান, উদ্ধার হওয়া মহিষগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা হবে। টহলকালে নদীতে ৪ হাজার মিটার মালিকানাবিহীন কারেন্ট জালও জব্দ করা হয়। এ ব্যাপারে নলচিরা নৌ পুলিশ ফাঁড়িতে একটি জিডি করা হয়েছে।

 
Electronic Paper