ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৮ দেশ ও ২০০০০ কিমি পথ পাড়ি দম্পতির

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

দীর্ঘদিনের স্বপ্ন সত্যি করতে দু-চাকায় ভর করে ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ভারতীয় নাগরিক অনুরাধা ও মানস দম্পতি। কখনো ব্যস্ত শহর, কখনো রুক্ষ পাহাড়ি পথ, আবার কখনো ঘন জঙ্গল- এভাবেই মোটর বাইকে ১৮টি দেশ পেরিয়ে এলেন এই দম্পতি।

দীর্ঘদিন ধরে চলা এবং বিয়ের ১৮ বছর পূর্তি উপলক্ষে দু-চাকায় ১৮ দেশ সফরের সিদ্ধান্ত নেন তারা। ওমানে মোটা মাইনের চাকরি ছেড়ে দেন মানস। চাকরি ছাড়েন দর্শনের অধ্যাপক অনুরাধাও।

এরপর সঞ্চয়ের ২০ লাখ টাকার অর্ধেক রাখেন সফরের জন্য আর বাকি অর্ধেক খরচ করেন মোটর বাইক ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে।

স্পেনের ভালেনিকা থেকে সফর শুরু করেন তারা। সেখান থেকে পর্তুগাল, ফ্রান্স, সুই?জারল্যান্ড, জার্মানি, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ইতালি, ভ্যাটিকান, স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, আলবানিয়া, গ্রিসসহ মোট ১৮ দেশ ঘুরে ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এই দম্পতি।

 
Electronic Paper