ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাতুড়ি দিয়ে মোবাইল ভাঙলেন অধ্যক্ষ

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

নিষেধাজ্ঞা সত্ত্বেও কলেজে এবং ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহার করায় বিরক্ত হয়ে ভারতের কর্ণাটকের একটি কলেজের অধ্যক্ষ হাতুড়ি দিয়ে মোবাইল ভেঙেছেন।

শিক্ষার্থীদের সামনে টুকরো টুকরো করে ফেলেছেন মোবাইল। সম্প্রতি কর্ণাটকের এমইএস চৈতন্য পিইউ কলেজে এ ঘটনা ঘটে। হাতুড়ি দিয়ে মোবাইল ভেঙেছেন যে অধ্যক্ষ তার নাম আরএম ভাট। এই অধ্যক্ষের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়।

আনন্দবাজার পত্রিকা বলছে, এমইএস চৈতন্য পিইউ কলেজে ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু কলেজ কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের সেলফোন ব্যবহার চালিয়ে যায়।

শিক্ষার্থীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, তারা যদি মোবাইল ফোন ক্লাসে ব্যবহার করে ধরা পড়ে, তবে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, ক্লাসে লেকচার দেওয়ার সময়ও শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে বার্তা (এসএমএস) বিনিময় করে। যে কারণে গত বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের তল্লাশি চালিয়ে ১৬টি মোবাইল ফোন জব্দ করে। এরপর অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনে কয়েকটি মোবাইল ভাঙেন।

 
Electronic Paper