ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৭৩ বছরে যমজ সন্তানের মা

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

ভারতের অন্ধ্রপ্রদেশে ৭৩ বছর বয়সী এক নারী যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গত বৃহস্পতিবার টেস্টটিউব বা ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে বাচ্চা দুটির জন্ম হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী যমজ সন্তান জন্ম দেওয়া ওই নারীর চিকিৎসক ডা. উমা সরকার বলেন, ‘যমজ সন্তান জন্মদানকারী মা ও তার বাচ্চা দুটো ভালো আছে।’ ওই নারীর নাম মঙ্গায়াম্মা ইয়ারামাতি (৭৩)। তার স্বামীর নাম সীতারাম রাজারাও (৮২)।

মঙ্গায়াম্মা ইয়ারামাতি বলেন, ‘আমি এবং আমার স্বামী বিয়ের পর থেকেই বাচ্চা নিতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই আমার দ্বারা গর্ভধারণ সম্ভব হচ্ছিল না।’ আইভিএম পদ্ধতি গ্রহণ করার দুই মাসের মাথায় গর্ভধারণ করেন বলে জানিয়েছেন মঙ্গায়াম্মা ইয়ারামাতি। তিনি বলেন, ‘আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেক চিকিৎসকের পরামর্শ নিয়েছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি, এটা আমাদের জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত।’

 
Electronic Paper