ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সন্ন্যাসী থেকে কোটিপতি

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৪, ২০১৯

টানা ১০ বছর সন্ন্যাস জীবন পালন করেন যুক্তরাজ্যের বাসিন্দা ৪৬ বছর বয়সী অ্যান্ডি পাডিকোম্বে। এরপর চিকিৎসা বিষয়ক এক অ্যাপের মাধ্যমে তিনি এখন কোটি কোটি ডলারের মালিক অর্থাৎ কোটিপতি।

বিবিসি বলছে, পরপর কয়েকটি দুঃখজনক ঘটনা অ্যান্ডি পাডিকোম্বের জীবন সম্পূর্ণভাবে বদলে দেয়। অ্যান্ডির বয়স যখন ২২, লন্ডনের একটি পানশালার বাইরে বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে থাকাকালীন এক মদ্যপ গাড়িচালক তার বন্ধুদের ওপর গাড়ি উঠিয়ে দিলে দুজন মারা যায়। এই ঘটনার কয়েকমাস পরই সাইকেল দুর্ঘটনায় তার বোন মারা যায়, আর তার কিছুদিন পর অপারেশনের সময় মারা যায় তার বান্ধবী।

টানা কয়েকটি ঘটনার শোক সইতে না পেরে হিমালয়ে গিয়ে দীক্ষা নিয়ে দশ বছর বৌদ্ধ ভিক্ষু হয়ে জীবনযাপন করেন অ্যান্ডি। এরপর ২০০৫ সালে যুক্তরাজ্যে ফিরে এসে ধ্যান বা মেডিটেশনে সহায়তা করার একটি ব্যবসা প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। বর্তমানে তিনি এবং সহ-প্রতিষ্ঠাতা রিচার্ড পিয়েরসন জনপ্রিয় চিকিৎসাবিষয়ক অ্যাপ ‘হেডস্পেস’ পরিচালনা করেন।

এই অ্যাপটি বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৫ কোটি বার ডাউনলোড করা হয়েছে। এর ফলে বার্ষিক আয় হয়েছে ১০ কোটি ডলারেরও বেশি।

 
Electronic Paper