ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাঘের মর্যাদা কুকুরের

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

ভারতের দার্জিলিংয়ের সোনাদায় রাতারাতি বাঘের মর্যাদা পেতে শুরু করেছে পাহাড়ি কুকুরটি। এর নামও ‘টাইগার’। ছোট্ট পাহাড়ি কুকুরের কী সাহস, চিতাবাঘটাকে আক্রমণ করেছে সে। গত বুধবার রাত ১০টায় সোনাদার নয়াগাঁও এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন ৫৮ বছরের অরুণা লামা। কিন্তু হঠাৎ মুরগির ঘর থেকে ডাক আর ডানা ঝাপটানোর আওয়াজ আসতে থাকে।

সেখানে গিয়ে অরুণা দেখেন, ভিতরে জ্বলজ্বল করছে এক জোড়া চোখ। একটু এগিয়ে যেতেই অন্ধকারে ভেতর থেকে লাফিয়ে তার ঘাড়ে এসে পড়ে একটি চিতাবাঘ! এ সময়েই অসম সাহসী সেই পাহাড়ি কুকুর চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘের উপরে। আর এতেই প্রাণে বেঁচে যান অরুণা।

এ ঘটনার পর থেকেই এলাকাবাসী কুকুরটির সুনাম করে তাকে বাঘের মর্যাদা দিচ্ছে। ‘টাইগার’ যে শুধু তার নামই নয় কাজেও তা বুঝতে বাকি নেই কারও।

 
Electronic Paper