ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কন্টেইনার দিয়ে বাড়ি

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

ঠিকই ধরেছেন, এটি একটি ভবন। অল্পবয়সী এক চাইনিজ দম্পতি জাহাজের কন্টেইনার ব্যবহার করে বাড়িটি বানিয়েছেন। নাম জানা না গেলেও সাদামাটা জীবন পার করতে চান এই দম্পতি।

এরই মধ্যে হঠাৎ করেই তাদের মাথায় নতুন বুদ্ধি আসে। এই বুদ্ধি নিয়েই ছুটির দিনে তারা বের হন খালি কন্টেইনারের খোঁজে। পেয়েও যায় বড় আকৃতির দুটো। এরপর দুই কন্টেইনার দিয়ে ভেতর আর বাহিরে মিলিয়ে পুরো বাড়ি বানাতে খরচ হয়েছে চীনা মুদ্রায় প্রায় ২০ হাজার ইউয়ান।

পানি-বিদ্যুৎসহ প্রয়োজনীয় সব সুবিধাই কন্টেইনার দিয়ে বানানো বাড়িতে রয়েছে। মজার বিষয় হলো- বাড়িটি সম্পূর্ণ হওয়ার পর এই দম্পতি একটি ছাগল মেরে পিকনিক করতে চাইলেও সেটি তাদের পোষ্য হয়ে গেছে। প্রতি সপ্তাহের ছুটির দিনে কন্টেইনারের বাড়ি আর পোষা ছাগল এখন দম্পতির খুনসুটির জায়গা।

 
Electronic Paper