ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শহরজুড়ে ভূতের রাজত্ব

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ০১, ২০১৯

একঝলকে দেখলে বিশ্বাসই হবে না আপনি পৃথিবীতে আছেন। এখানকার সবই যেন আজব। ঘরবাড়ি আছে, কিন্তু এমন সব নকশা যা আপনি আগে কখনো দেখেননি। ধরুন কোনো একটি বাড়ি গোলাকার, আবার কোনোটি চৌকোর মতো। সবই যেন ভৌতিক। কিন্তু, এই বাড়িগুলোর একটা বিশেষত্ব হলো সবগুলোই দেখতে কাল্পনিক টঋঙ-এর মতো। কথা হচ্ছে তাইওয়ানের ওয়ানলি শহরের। যেখানে জনমানুষ নেই। কিন্তু, রয়েছে একটা গা ছমছমে ভাব। আস্ত একটা শহর যেন ভিনগ্রহীদের আড্ডা!

তাইওয়ানের এই শহরটিতে মূলত দু’ধরনের বাড়ি আছে। একটা ডিম্বাকৃতি ইউএফও-এর মতো। অপরটা, খানিকটা চৌকোর মতো। জানলা-দরজা সবই যেন আজব। খুব কম খরচে বাড়িগুলো তৈরি হলেও দেখতে অনেক সুন্দর।

মজার কথা হলো, এই বাড়িগুলোর ভেতরে সব আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

শোনা যায়, ফিনল্যান্ডের স্থপতি ম্যাট সুরোনেন এই শহরটির নকশা করেছিলেন। কিন্তু, সত্তরের দশকেই শহরটি পরিত্যক্ত হয়ে যায়। এই শহরে কেউ বসবাস করেন না আর।

 
Electronic Paper