ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুরগির দণ্ড!

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ১১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

ধান খাওয়ার দায়ে দুটি মুরগির মালিককে দণ্ডের মুখোমুখি হতে হচ্ছে কুড়িগ্রামে। নির্দিষ্ট পরিমাণ জরিমানা গুনে দণ্ড থেকে মুরগি দুটিকে মুক্ত করতে হবে। এমন ঘটনা ঘটেছে জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে স্থানীয় খোঁয়াড়ে মুরগি দুটিকে আটক রাখা হয়।

খোঁয়াড়ের মালিক জানান, ৪০ বছরের খোঁয়াড় চালানোর ইতিহাসে এবারই প্রথম কেউ মুরগি খোঁয়াড়ে দিলো।

মুরগি দুটিকে খোঁয়াড়ে দেওয়া মাহাবুবুর রহমান জানান, বন্যায় নষ্ট হয়ে যাওয়া আমন ধানের বীজতলা আবার গজাতে থাকে। এদিকে গ্রামের সব মুরগি এসে কচি কচি চারা ধানগুলো ঠুঁকরিয়ে খেয়ে ফেলে। অনেক বলা কওয়ার পর কাজ না হওয়া সকালে দুটি মুরগিকে ধরে স্থানীয় গবাদিপশু পাখির খোঁয়াড়ে দিয়েছি।

খোঁয়াড় মালিক জানান, বীজতলার ধান খাওয়ার অপরাধে দুই মুরগিকে খোঁয়াড়ে দিয়েছেন একজন। তবে মুরগি দুটির মালিক কে বা কারা তা জানা যায়নি। গবাদিপশু পাখি ফসলের ক্ষতি করলে ক্ষতিগ্রস্ত মালিক খোঁয়াড়ে দিতে পারেন।

আর্থিক জরিমানা বা দণ্ড দিয়ে পশুপাখির মালিক তা ছাড়িয়ে নিয়ে যায়। তবে আমার ৪০ বছরের খোঁয়াড় চালানোর ইতিহাসে এবারই প্রথম কেউ মুরগি খোঁয়াড়ে দিলো।

 
Electronic Paper