ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছয় বছর বয়সেই ৬৮ কোটি টাকার বাড়ি

ডেস্ক রিপোর্ট
🕐 ১:০৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

বয়স মাত্র ছয় বছর। কিন্তু বাড়ি কিনেছেন ৮০ লাখ মার্কিন ডলার দিয়ে। তাও নিজের আয় থেকে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৬৮ কোটি টাকা। অবিশ্বাস্য হলেও ঘটনাটা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

নিজের ইউটিউব চ্যানেল থেকে এ অর্থ আয় করেছে ওই শিশু। বোরাম নামের শিশুটি নিজের নামে দুটি ইউটিউব চ্যানেল খুলেছে। এর মধ্যে একটি চ্যানেলের দর্শকসংখ্যা ১ কোটি ৩৬ লাখ, অপরটির ১ কোটি ৭৬ লাখ। বোরাম একটি চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম পুতুলের আপডেট দিয়ে থাকে।

এছাড়া অন্য একটি চ্যানেলে বোরামকে দেখা গেছে তাৎক্ষণিক (ইন্সট্যান্ট) নুডলস বানাতে। তবে বোরামের পথচলা কিন্তু শুরু থেকে মসৃণ ছিল না। নানা বিতর্ক হয়েছে তার চ্যানেলগুলো নিয়ে। বিশেষ করে এতো অল্প বয়সে ইউটিউব চ্যানেল চালানো ঠিক হচ্ছে কি না তা নিয়েও বিতর্ক হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সাধারণ নাগরিকরা বোরামের বিরুদ্ধে সেভ দ্য চিলড্রেনের কাছে নালিশ জানিয়েছিল। কেউ কেউ এক পা বাড়িয়ে আদালতে পর্যন্ত গিয়েছে। কিন্তু আদালত বোরামের পক্ষেই রায় দিয়েছে।

 
Electronic Paper