ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ধানক্ষেতে আছড়ে পড়ল উল্কা

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

ধানক্ষেতে কাজে ব্যস্ত কৃষকরা। হঠাৎ প্রচণ্ড শব্দে কিছু একটা আছড়ে পড়ে ক্ষেতে। কিছুক্ষণের মধ্যে ধোঁয়ায় ভরে যায় চারপাশ।

এরপর কৃষকরা দেখেন, আছড়ে পড়া ওই বস্তুটি হালকা বাদামি রঙের এক টুকরো পাথর।

এটিকে অনেকেই উল্কা বলে মনে করছেন। সম্প্রতি ভারতের বিহার রাজ্যের মাধুবনী জেলায় এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বড় আকৃতির ওই উল্কাটি ধানক্ষেতে পড়ার পর, সেখানে প্রায় চার ফুট গর্ত হয়ে যায়। কিছুক্ষণের জন্য ধোঁয়ায় ভরে যায় চারদিক।

মাধুবনীর জেলা প্রশাসক শীরসত কপিল অশোক বলেন, ওই পাথরের খ-টির ওজন প্রায় ১৫ কিলোগ্রাম। কারও গায়ে পড়লে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। তবে এই উল্কার চৌম্বক শক্তি অত্যন্ত বেশি বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে ২০১৬ সালে ভারতের তানিলনাড়ুতে উল্কার আঘাতে এক বাসচালকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিল আরও তিনজন।

 
Electronic Paper