ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মশলা বিক্রিতেই কোটিপতি

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

ধর্মপাল গুলাটি পরিচিত মহাশয় ধর্মপাল গুলাটি নামে। কয়েক দশকে তার দুই হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হয়েছেন ‘পদ্মবিভূষণ’-এ।

মজার বিষয় হচ্ছে তিনি শুধু মসলা বিক্রি করেই কোটিপতি হয়েছেন। ধর্মপালের দাবি, সত্যিই তার সংস্থা মশলার গুণমান নিয়ে কোনো আপস করে না। তাই ভারতীয় মশলার বাজারে তার সংস্থা ‘মহাশিয়ান দি হাট্টি’ বা সংক্ষেপে ‘এমডিএইচ’ প্রথম সারিতে রয়েছে দাপটের সঙ্গে। বিভিন্ন সাইটে প্রকাশ, ২০১৮-১৯ আর্থিক বর্ষে নিজের সংস্থা থেকেই তিনি বার্ষিক বেতন পেয়েছেন ২৫ কোটি টাকারও বেশি। ১৯৪৭ সালে দেশভাগের পরে যখন তার পরিবার ওয়াঘার এ পারে আসে তখন হাতে সম্বল দেড় হাজার টাকা। সংসারের দিকে তাকিয়ে বাধ্য হয়ে ধর্মপাল টাঙ্গা চালানোর কাজ শুরু করেন।

কয়েক বছরের মধ্যে দিল্লির করোল বাগের আজমল খান রোডে মশলার দোকান শুরু করল গুলাটি পরিবার। এখন ব্যবসার প্রধান ধর্মপাল গুলাটি। ভারত ও দুবাই মিলিয়ে সংস্থার কারখানা আছে মোট ১৮টি। আর বছরে আয় দুই হাজার কোটি টাকা।

 
Electronic Paper