ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিনামূল্যে খেতে টিকটিকি

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

রেলের এক যাত্রী শুধু বিনামূল্যে খাবার হাতানোর জন্য নিজের খাবারে নিজেই টিকটিকি ফেলে দেন! তবে, একবার নয়, এমন কাজ একাধিকবার করেন তিনি। কিন্তু পরবর্তীতে ধরাও পড়লেন।

এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন ভারতের ৭০ বছরের বৃদ্ধ সুরেন্দর পাল। স্থানীয় পশ্চিমবঙ্গের জগদ্দলপুর রেল কর্তৃপক্ষ বিষয়টা প্রথমে ধরতে না পারলেও তৃতীয়বার তাদের সন্দেহ হয়। এক রেলকর্মী বুঝতে পারেন, একই ব্যক্তির খাবারে বারবার টিকটিকি পাওয়া যাচ্ছে। আর তখনই রহস্য ফাঁস হয়। বিনামূল্যে খাবার পাওয়ার লোভেই এসব করেছেন তিনি।

একই কায়দায় কয়েকবার এমন হলে হোটেলে স্পেশাল বিরিয়ানি অর্ডার করে রেল কর্তৃপক্ষ। পরে বিষয়টি নজরে আসে তাদের। তৃতীয়বার একই কাণ্ড ঘটাতে গেলে ধরা পড়ে যান সুরেন্দর পাল। তবে বৃদ্ধ জানান, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। মানসিকভাবেও সুস্থ নন। তাই এমনটা করেছেন। যে কারণে আটক না করে তাকে সতর্ক করে ছেড়ে দেন ভারতীয় রেলকর্মীরা।

 
Electronic Paper