ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমুদ্রেও ডাইনোসর ছিল

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

প্লিজিওসৌর হলো সামুদ্রিক সরীসৃপ ডাইনোসর। ২১৫ হাজার থেকে ৮০ হাজার বছর আগে পৃথিবীতে বসবাস করত এই প্রজাতির ডাইনোসর। এগুলো সামুদ্রিক প্রাণী।

১৯৮৯ সালে আটলান্টিক মহাসাগরের নির্জন দ্বীপ সেইমোরের বরফের স্তূপ থেকে এর হাড় উদ্ধার করা হয়। ২০১৭ সাল সম্পূর্ণ জীবাশ্ম বের করে গবেষণার পর সম্প্রতি এর রহস্যভেদ করেন বিজ্ঞানীরা। প্রাণীটি ছিল ৪০ ফুট লম্বা এবং ১৫ টন ওজনের।

প্রায় ৭০ হাজার বছরের পুরনো এই জীবাশ্ম। বিজ্ঞানীরা জানান, এটি একটি সামুদ্রিক সরীসৃপ, যার চারটি ফ্লিপার ছিল। এরা ‘এলসমোসোসরিড’ নামক সরীসৃপ পরিবারের সদস্য।

প্রাণীটি অ্যারিস্টোন্যাক্টস বংশের অন্তর্গত, যা অন্য এলাসোসোসৌর থেকে সামান্য আলাদা। কারণ এদের গলা তুলনামূলক অনেক লম্বা। এলাসমসাউর হলো প্লিজিওসৌরদের উপজাতি। গলাসহ এদের সম্পূর্ণ উচ্চতা ২০ ফুট ছাড়িয়ে যায়। ক্রিটেসিয়াস যুগে বিশালাকৃতির এই সামুদ্রিক জীবের আবাসস্থল ছিল সমুদ্র। বিবর্তন এবং হিংস্র সামুদ্রিক প্রাণীর আক্রমণে বিলুপ্ত হয়ে যায় এ জাতীয় ডাইনোসর।

 
Electronic Paper