ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দোকানে নীল পেঙ্গুইনের বাসা

ডেস্ক রিপোর্ট
🕐 ১:১১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

হঠাৎ করেই ব্যস্ততম রেলস্টেশনের সুশির দোকানে ঢুকে পড়ে দুই নীল পেঙ্গুইন। পুলিশ ও বন্যপ্রাণী বিভাগের লোকজন সেখানে পৌঁছে তাদের লোভ দেখিয়ে দোকান থেকে বের করে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ঘটেছে এই ঘটনা। আসল তথ্য হলো, কিছুদিন পরই পেঙ্গুইনদের ডিম পাড়ার সময় শুরু হবে। কিন্তু তাই বলে ওয়েলিংটনের মতো ব্যস্ততম রেলস্টেশনের সুশির দোকানে ঢুকে বাসা বাঁধার চেষ্টা!

পুলিশ জানিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে একটি নীল পেঙ্গুইন সিটি সেন্টারে ঢুকে পড়ে। সে সময় ওই পেঙ্গুইনটিকে তুলে নিয়ে যথাস্থানে ছেড়ে আসা হয়। কিন্তু সেটিই আবার ফিরে আসে গত মঙ্গলবার।

এবার সঙ্গীসহ। এই ভবঘুরে জুটি এবার ওয়েলিংটন রেলস্টেশনের মতো ব্যস্ত জায়গায় একটি সুশির দোকানে ঢুকে পড়ে বাসা বাঁধার জন্য। পরে স্যামন মাছের লোভ দেখিয়ে বের করে আনা হয় ওই দুই পেঙ্গুইন। নীল পেঙ্গুইন পেঙ্গুইনদের মধ্যে সব থেকে ছোট আকারের হয়। উচ্চতায় ২৫ সেন্টিমিটার আর ওজন এক কিলোগ্রামের মতো।

 
Electronic Paper