ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এক কাপ কফির দাম এক বস্তা টাকা!

খোলা কাগজ ডেস্ক
🕐 ৪:৪৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৮

তীব্র মুদ্রাস্ফীতিতে পড়েছে ভেনেজুয়েলা। দেশটির সরকারের ভ্রান্ত নীতির ফলে গত এক বছরে মুদ্রাস্ফীতি বেড়েছে ৪৩,৩৭৮%।

জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়েছে যে বর্তমানে ভেনেজুয়েলায় এক কাপ কফির দাম স্থানীয় মুদ্রায় ১০ লাখ বলিভার !  
ভেনেজুয়েলায় ন্যূনতম মাসিক বেতনের পাঁচ ভাগের এক ভাগ দাম এক কাপ কফির। কিন্তু অবস্থাটা কিছুদিন আগেই এই রকম ছিল না। বছর দুয়েক আগে এক কাপ কফি মিলত ৪৫০ বলিভারে। কিন্তু ভেনেজুয়েলার সরকারের ইচ্ছেমতো টাকা ছাপানোর নীতি নেওয়ার পরই চূড়ান্ত দারিদ্র্যতে ডুবে যাচ্ছে দেশটি। ১০০ বলিভারের নোট সেদেশে সবচেয়ে বেশি প্রচলিত। মাত্র এক কাপ কফি কিনতে এরকম ১০,০০০টি নোট লাগবে।  
এই ১০ লাখ বলিভারের কিন্তু আসলে কোনো দাম নেই। ডলারে কনভার্ট করলে ১০ লাখ বলিভারের মূল্য মাত্র ২৯ সেন্ট যা বাংলাদেশি মুদ্রায় ২৫ টাকার সমান।

 
Electronic Paper