ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সর্বকনিষ্ঠ হাইকার

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৫৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

জম্মু-কাশ্মীরের খুদে কন্যা তিন বছর বয়সী আইজেল মাসুদি জায়গা করে নিয়েছে ভারতের রেকর্ড বুকে। এ মুহূর্তে সে-ই দেশের সর্বকনিষ্ঠ হাইকার। তার স্বীকৃতি হিসেবে সংবর্ধনা সভায় হাতে একটি সার্টিফিকেটও পেয়েছে আইজেল।

তিন বছর বয়সের শিশুদের অধিকাংশই যেখানে টলমলিয়ে পায়ে হাঁটতে শেখে সেখানে আইজেল মাসুদি আলাদা। সে প্রতিদিন তার বাবার সঙ্গে পাহাড়ে ওঠা-নামা করে। 

সম্প্রতি দক্ষিণ এশিয়ার পরিবেশবিদদের সংগঠনের নজরে পড়ে খুদে হাইকার আইজেলকে। তাদের বিচারেই আইজেল সবচেয়ে ছোট হাইকারের তকমা পেয়েছে। জম্মু-কাশ্মীরের সোপোরের আইজেল মাসুদিই এ দেশের ওই সংগঠন অনুযায়ী ভারতে সবচেয়ে খুদে হাইকার, যে প্রতিদিন বাবার সঙ্গে লাঠি নিয়ে পাহাড়ের চড়াই-উতরাই ভাঙে।

আর আইজেলে মুগ্ধ এই পরিবেশপ্রেমী সংগঠনটি তার হাতে তুলে দিয়েছে দেশের কনিষ্ঠতম হাইকারের একটি সার্টিফিকেট। তাকে পরিবেশ সচেতনতায় সর্বকনিষ্ঠ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করার কথাও ভাবা হচ্ছে।

 
Electronic Paper