ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খড় থেকে ফুয়েল!

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:২০ অপরাহ্ণ, জুলাই ০৯, ২০১৯

ভারতের উত্তরাখন্ডের কাশীপুরে বায়ো ফুয়েল কনভারশন প্ল্যান্ট বসানো হয়েছে। এর ফলে এলাকার কৃষিজাত বজ্য রিসাইকেল করা যাবে। সেই রিসাইকেল করা বর্জ্য দিয়ে তৈরি ‘ইথানল’ পেট্রল-ডিজেলের কাজ করতে পারে, চলতে পারে গাড়ি। বায়ো ফুয়েলের এই প্ল্যান্টটির মালিক মুম্বাইয়ের অরবিন্দ লাল্লি।

সম্প্রতি ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি ইন ইন্ডিয়ার বিজ্ঞানীরা এই কৃষিজাত বর্জ্য যেমন খড় অন্য পদার্থে রূপান্তরিত করেছেন। এই কাজ করতে সম্প্রতি প্রায় ৩৫ কোটি টাকা খরচ করে কাশীপুরে বায়োফুয়েল প্ল্যান্টের নির্মাণ করেছে দ্য ইনস্টিটিউট অফ ক্যামিক্যাল টেকনোলজি।

তথ্য অনুযায়ী, প্রতি বছর ভারতীয় কৃষকরা প্রায় ১০০ মিলিয়ন টন কৃষিজাত বর্জ্য উৎপন্ন করে। এটি যদি বায়োফুয়েল প্ল্যান্ট দেওয়া যায়, তবে তা থেকে ১০০ বিলিয়ন লিটার ইথানল তৈরি হবে। আর এই ইথানলই সামনের দিনগুলোতে পেট্রল ও ডিজেলের বিকল্প হিসেবে ব্যবহার হতে চলেছে।

 
Electronic Paper