ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তিন দশকের সর্ববৃহৎ তিমি

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:১৯ অপরাহ্ণ, জুলাই ০৯, ২০১৯

দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে জাপানে এই প্রথম বাণিজ্যিকভাবে তিমি ধরতে নামে ‘জাপান স্মল হোয়েলিং অ্যাসোসিয়েশন’ নামক একটি সংস্থা। আর তাদের জালে ধরা পড়ে ৩১ বছরের সবচেয়ে বড় তিমি।

এটি ২৭ ফুট লম্বা মিংকে প্রজাতির একটি তিমি। জাপানের কুশিরো শহরের ধরা পড়া মিংকে তিমি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোরগোল।

জাপান স্মল হোয়েলিং অ্যাসোসিয়েশনের অধিকর্তা ইওশিফুমি বলেন, ‘আমরা একটা ভালো তিমি ধরতে পেরেছি। ৩১ বছরের খরা কাটল। এটা নিশ্চয়ই খুব ভালো হবে।’

জানা যায়, জাপানিজরা তিমি মাছ খুব পছন্দ করলেও বড় আকৃতির তিমি তাদের ভাগ্যে তেমন একটা জোটে না। সেখানে এত বড় তিমি প্রথমে একটি ট্রাকে করে পৌঁছে দেওয়া হয় নিকটবর্তী রেস্তোরাঁয়। সেখানে সেটি কাটাকুটি করে রান্নার উপযুক্ত করে তোলা হয়। তবে গণমাধ্যমে এটির ওজন প্রকাশ করা হয়নি।

 
Electronic Paper