ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চীনে ‘ফেনা’ উৎসব

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১১ পূর্বাহ্ণ, জুলাই ০৮, ২০১৯

কেন্দ্রীয় চীনের হুনান প্রদেশের ঝাংজিয়াজির পার্কে সম্প্রতি পর্যটকদের জন্য আয়োজন করা হয় ‘ফেনা’ উৎসব। গ্রীষ্মের তাপদাহ থেকে ‘কুয়াংগুকুইং পার্কে’ আসা পর্যটকদের বাঁচাতে একই সঙ্গে আনন্দ দিতে গত শুক্রবার প্রচুর ফেনা বানানো হয়।

এখানে ঘুরতে আসা শিশু ও পর্যটকদের কাছে বিশেষ সাড়া ফেলেছে ফেনা উৎসব। গত ২৮ জুন থেকে এই জাতীয় অনুষ্ঠান শুরু করে পার্ক কর্তৃপক্ষ। সেখানে অবস্থানরত সবাই অনেক ফেনায় ঝাঁপিয়ে ঠাণ্ডা পেয়ে গ্রীষ্মের তাপ থেকে রক্ষা পায়। নাচ-গানেরও আয়োজন করা হয় সেখানে।

তথ্য অনুযায়ী, এই পার্ক কর্তৃপক্ষ শুধু পর্যটকদের আকর্ষণ জাগাতে প্রতিবছর প্রায় ১০০ কোটি ইউয়ান (চীনা মুদ্রা) বিনিয়োগ করে। যার প্রভাব হিসেবে এখানে বিপুল পরিমাণ দর্শনার্থীর সমাগম হয় প্রতিদিন। এই পার্ককে ১৯৮২ সালে প্রথম জাতীয় উদ্যোগ হিসেবে ঘোষণা করে চীন সরকার। আর, ১৯৯২ সালে ইউনেস্কো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের জায়গা দেয়।

 
Electronic Paper