ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাড়িই যখন বাড়ি

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৮ পূর্বাহ্ণ, জুলাই ০৮, ২০১৯

ইউরোপ-আমেরিকায় গাড়িকে বাড়ি বানানোর নজির আছে অহরহ। কিন্তু গাড়ির মধ্যেই সব রকম সুবিধা নেই তার বেশির ভাগেই। আমেরিকার ক্যালিফোর্নিয়ার দম্পতি ট্রাভেল ভলগার ক্রিসচেন এবং সিয়ার গাড়িটিতে সব রকম সুবিধা রয়েছে। ২০১৭ সাল থেকে ক্রিসচেন এবং সিয়া তাদের এ ছোট ‘এয়ারস্ট্রিম’ বাড়িতে রয়েছেন মেয়ে কিয়া এবং পোষ্য অ্যাটলাসকে নিয়ে।

এয়ারস্ট্রিম হলো আমেরিকান ভ্রমণ ট্রেলার ব্র্যান্ডের গাড়ি, যা দেখতে গোলাকার এবং মসৃণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি একটি কোচ।

১৯৭৬ সালের এয়ারস্ট্রিম সভিয়ারজিনটি খুঁজে পেয়ে ১০ হাজার মার্কিন ডলার মূল্যে কেনেন ক্রিসচেন। এটির নাম ‘লুনার’। লুনারের সব কিছু চলে সৌরশক্তির মাধ্যমে। এক বছরের অপেক্ষার পর ২০১৭ সালের ১ জুলাই এই লুনার নতুনভাবে রাস্তায় চলা শুরু করে।

রান্নাঘর, ১৫ ফুটের বাথরুম, বেডরুম, ৫টি জানালা, বেডসাইড টেবিল, ছয়টি ড্রয়ারও, বেঞ্চ, ডাইনিং টেবিলসহ বাসাবাড়িতে নিত্যপ্রয়োজনীয় সব রকম সুবিধা রয়েছে লুনারের ভিতরেই।

 
Electronic Paper