ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমুদ্রেও শেওলা!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:২৭ পূর্বাহ্ণ, জুলাই ০৫, ২০১৯

খালবিল, ডোবা-পুকুরে শেওলা থাকলে তা মেনে নেওয়া যায়। এই শেওলা যদি স্রোতপূর্ণ নদী কিংবা সমুদ্রে হয় তবে কেমন! চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শাংডংয়ের উপকূলবর্তী শহর কুইংডায়ের সমুদ্রে দেখা গেছে শেওলা।

প্রতিবছর গ্রীষ্মকাল এলেই ‘এন্টারোমোর্ফা প্রোলিফার’ নামক শেওলায় সবুজ হয়ে যায় হলুদ সাগর ও বোহাই সাগরের তীরবর্তী প্রায় ৪৭৭ বর্গকিলোমিটার এলাকা। সারা বছর কুইংডাও-এর তীরে শেওলা দেখা না গেলেও গ্রীষ্মকালে তা চাড়া দিয়ে ওঠে।

২০০৭ সালে প্রথমবারের মতো সমুদ্রে শেওলা জেগে ওঠে। এরপর থেকে প্রতিবছরই এই চিত্র দেখা যায়। শেওলা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে এই শেওলা প্রতিবছর পানিতে থাকা যে পরিমাণ অক্সিজেন শোষণ করে তা সমুদ্রে বাস করা প্রাণীদের জন্য হুমকিস্বরূপ।

আর এই শেওলা এমনভাবে ছেয়ে গেছে যে তা দূর করাও প্রায় অসম্ভব।

 
Electronic Paper