ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিলল মাংসাশী ডাইনোসরের সন্ধান

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:২৬ পূর্বাহ্ণ, জুলাই ০৫, ২০১৯

দক্ষিণ ব্রাজিলের পারানা রাজ্যের ক্রুজেরিও দো ওয়েস্টের মরুভূমিতে প্রায় ৯ কোটি বছর আগে হিংস্র মাংসাশী ডাইনোসরের সন্ধান পাওয়া গেছে। মাটির নিচে পাওয়া ডায়নোসরের এই জীবাশ্ম সম্পূর্ণ নতুন প্রজাতির বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

তাদের মতে, ‘থেরোপড’ নামে ডাইনোসরদের এক মাংসাশী গ্রুপের অন্তর্গত ছিল এই ডাইনোসর যারা দুই পায়ে চলাফেরা করত। ‘জুরাসিক পার্ক’ সিনেমার হিংস্র ছোট আকৃতির ডাইনোসর ভেলোসিরাপ্টরও সেই একই গ্রুপের অন্তর্গত। নতুন প্রজাতির এই ডাইনোসরের নাম দেওয়া হয়েছে ‘ভেসপারসরাস প্যারান্যায়েনসিস’।

তথ্য অনুযায়ী, ব্রাজিলের এই অঞ্চলেই ১৯৭০ সালে বেশ কিছু ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল।

ক্রুজেরিও দো ওয়েস্টের ডাইনোসর মিউজিয়ামের বিশেষজ্ঞ পাওলো মানজিগ জানান, প্রায় ৫০ বছর খোঁজার পর অবশেষে সন্ধান পাওয়া গেল এই নতুন প্রজাতির। প্রায় ৯ কোটি বছর আগে এই অংশটিতে ছিল রুক্ষ শুষ্ক মরুভূমি। সেই মরুভূমিতেই বাস করত এই ডাইনোসর। প্রায় পাঁচ ফুট লম্বা ছিল এ ডাইনোসরটি।

 
Electronic Paper