ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যে সাপ মরার ভান ধরে

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৯

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা প্রদেশে এমন এক প্রজাতির সাপ রয়েছে যারা বৈরী পরিস্থিতে মরার ভান ধরে। ‘জমবি স্নাক’ নামক এই সাপ যখনই বিপদে পরে তখন মৃত সাপের মতো অভিনয় করে। কিন্তু তারা জীবিতই থাকে। ওই প্রদেশের স্থানীয় প্রশাসন সবাইকে সাবধান করেছে যেন পার্ক এবং জঙ্গলপূর্ণ এলাকাগুলোতে এই সাপ থেকে সবাই দূরে থাকে।

এমনকি মরে পড়ে থাকলেও এই সাপের কাছে যাওয়া নিষেধ, কেননা এরা সেই ভান ধরেই জায়গায় জায়গায় পড়ে থাকে। এরা পৃথিবীর পূর্বাঞ্চলীয় ‘হঙ্গস’ প্রজাতির সাপের উত্তরসূরি এবং অতিদ্রুত শিকার ধরতে সক্ষম।

মূলত, শিকারির হাত থেকে বাঁচতেই মরার মতো অভিনয় করে এই সাপ। তবে, যদি সুযোগ পায় তাহলে কামড়াতে ভুল করে না। সবচেয়ে মজার তথ্য হচ্ছে, ফোঁস ফাঁস করলেও এদের বিষদাঁত নেই, অর্থাৎ জমবি সাপ নির্বিষ।

 

 
Electronic Paper