ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিলামে রানী ভিক্টোরিয়ার চকোলেট

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫৬ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৯

১২০ বছর আগে আফ্রিকান যুদ্ধে সেনাদের জন্য নববর্ষের উপহার হিসেবে চকোলেট পাঠিয়েছিলেন রানী ভিক্টোরিয়া। যুদ্ধদিনের সেই উপহারের একটি বক্স উদ্ধার করে নিউজিল্যান্ডভিত্তিক অনলাইন নিলাম প্রতিষ্ঠান। সম্প্রতি ট্রেড মি পুরোনে এই চকোলেটটি নিলামে তুলতে যাচ্ছে। বক্সটি ৮০০ ডলারের বেশি মূল্যে বিক্রি হবে বলে আশা করছে নিলাম কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা জানান, চকোলেট বক্সটি ঊনবিংশ শতাব্দীর শেষ বছর শুরু হওয়া ‘বোয়ের ওয়ার’ বা ‘সাইথ আফ্রিকান যুদ্ধে’ রানী ভিক্টোরিয়া সেনাদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছিলেন। বোয়ের ওয়ার ১৮৯৯ সালে শুরু হয়ে ১৯০২ সালে শেষ হয়।

বক্সটির ওপরে লেখা ‘সাউথ আফ্রিকা ১৯০০।’ কিন্তু ভেতরের চকোলেটগুলো সব রয়ে গেছে। এতে চকোলেটের ছয়টি বার রয়েছে। তবে অনেক আগেই এগুলো খাওয়ার অনুপযোগী হলেও অক্ষত রয়েছে।

বক্সটিতে রানী ভিক্টোরিয়ার হাতের লেখাও রয়েছে। রানী লিখেছিলেন, ‘আই উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার, ভিক্টোরিয়া আরআই।’

নিলাম প্রতিষ্ঠান ট্রেড মির মুখপাত্র বলেন, এক দুর্লভ নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে বিষয়টি ট্রেড মির প্রচুর সদস্যের নজরে পড়েছে। গত শনিবার সকালেই তিন হাজারেরও বেশি অনলাইন ব্যবহারকারী এটি দেখেছে। আগামী বুধবার পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হবে।

 
Electronic Paper