ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২০০০ বছর আগের গোপন কুঠুরি

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯

রোমে মাটির তলায় দুই হাজার বছর আগের একটি গোপন কুঠুরির সন্ধার পাওয়া গেছে। রোমে ঐতিহাসিক নির্মাণ কেন্দ্রে মেরামতি কাজে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে সম্প্রতি সেখানেই এই গোপন কুঠুরির হদিস পান প্রত্নতাত্ত্ববিদরা। ওই কুঠুরির দেয়ালে নরঘোটকসহ নানা পৌরাণিক জীবের ছবি আঁকা রয়েছে। রয়েছে ফুল-পাতা, সাপ এবং পাখির ছবিও। দেয়ালের গায়ে এই ধরনের চিত্র বা ফ্রেস্কো বহু বছর আগে আঁকা।

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, ৫৪ থেকে ৬৮ খ্রিস্টাব্দের মধ্যে রোমের শাসক ছিলেন সম্রাট নিরো এই কুঠুরি বানিয়েছিলেন। এই সম্রাটের অতীত ইতিহাস মোটেও ভালো ছিল না। হত্যা, রাহাজানি, লুটপাটই ছিল তার প্রধান কাজ।

নিজের মূল্যবাদ সম্পদ রক্ষা করতেই ওই কুঠুরিটি বানানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে, দুই হাজার বছরের পুরনো কুঠুরি পাওয়া গেলেও এখনো পর্যন্ত সেখানে কোনো গুপ্তধনের সন্ধান মেলেনি।

 

 
Electronic Paper