ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রক্তে লাল সমুদ্র

ডেস্ক রিপোর্ট
🕐 ১:৫৭ অপরাহ্ণ, জুন ০২, ২০১৯

উত্তর আটলান্টিকের ফ্যারো দ্বীপপুঞ্জের স্ট্রিমোয় দ্বীপের রাজধানী টোর্সভ্যান থেকে ছবিটি তোলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সমুদ্রে পানি লাল হয়ে গেছে। মূলত ৮০০ মৎস্যজীবীর ২৫০ মাছ শিকারের কারণে রক্তে লাল হয়ে যায় সমুদ্রে উপকূলবর্তী এলাকা।

গত বুধবার নরওয়ে ও আইসল্যান্ডে মাঝামাঝিতে ডলফিন এবং ছোট তিমির যাতায়াতস্থল। সেখানেই হারপুন ও তীর ব্যবহার করে স্থানীয়রা শিকারে নামে। এটি তাদের কাছে একটি উল্লেখযোগ্য বার্ষিক উৎসব। প্রতি বছর এক সময়ে ফ্যারো দ্বীপপুঞ্জের বেশির ভাগ দ্বীপে এই উৎসবের আয়োজন করা হয়।

স্থানীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি বছর এই ডলফিন ও তিমি মারার কারণে সমুদ্রে তাদের ভারসাম্য ঠিক থাকে।

মজার বিষয় হচ্ছে, এই ডলফিন এবং তিমির চর্বি ব্যবহার করে ভোজ্য এবং জ্বালানি তেল বানিয়ে সারা বছর সংগ্রহ করে স্থানীয়রা।

 
Electronic Paper