ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পানির নিচে দীর্ঘতম গুহা

ডেস্ক রিপোর্ট
🕐 ১:৫৬ অপরাহ্ণ, জুন ০২, ২০১৯

টানা ১০ মাস অক্লান্ত পরিশ্রমের পর সমুদ্রের নিচে সবচেয়ে দীর্ঘ গুহা আবিষ্কার করা হয়েছে। মেক্সিকোর উকাতানের উপকূলবর্তী টুলামে আবিষ্কার করা দীর্ঘ ২১৫ মাইল গুহাটির নাম দেওয়া হয়েছে ‘দ্য মাদার অব অল সেনোট’। সেনোট বলতে পানির নিচের গুহা বোঝায়। ন্যাশনাল জিওগ্রাফির সহায়তায় ‘গ্রেট মায়া আকুইফার প্রজেক্ট (জিএমএ)’ এটি আবিষ্কার করে।

জানা যায়, এই গুহা দিয়েই সমুদ্রের নিচে পৃথিবীর সবচেয়ে বড় ধারা বয়ে চলেছে। ন্যাশনাল জিওগ্রাফির এক্সপ্লোরার ও জিএমএর পরিচালক গিলারমো ডি আন্দা বলেন, এই অসাধারণ গুহা বিশে^র সবচেয়ে গুরুত্বপূর্ণ নিমজ্জিত প্রত্নতাত্ত্বিক স্থান। কারণ এখানেই রয়েছে শত শত বছরের পুরনো মায়া সভ্যতার নিদর্শন।

এ ছাড়া, এখানে অনেক বিলুপ্তপ্রায় প্রাণীর সন্ধান পাওয়া গেছে। তথ্যানুযায়ী, সমুদ্রের নিচে হলেও এই গুহাই পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির ভাণ্ডার।

 
Electronic Paper