ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২০০০ বছর আগের মুদ্রা

ডেস্ক রিপোর্ট
🕐 ২:৪১ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯

সম্প্রতি যুক্তরাজ্যের কেন্টে রোমান সামাজ্যের আমলে বানানো স্বর্ণের এই মুদ্রাটি পাওয়া গেছে। ৪ দশমিক ৩১ গ্রামের অতি দুর্লভ এই মুদ্রার নাম ‘অলিয়াস’। জুনের প্রথম দিকেই লন্ডনের ডিক্স নুয়ান ওয়েবে এই মুদ্রা নিলামে উঠতে যাচ্ছে।

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, রোমান সম্রাট এলেকটাস প্রায় ২০০০ বছর আগে এই মুদ্রার প্রচলন করেছিলেন। মুদ্রার একদিকে ছিল তার নিজের ছবি অন্যদিকে দুই বন্দি রোমান দেবতা অ্যাপোলোর দিকে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছে।

তথ্য অনুযায়ী, সম্রাট এলেকটাস ২৯৩ থেকে ২৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান-ব্রিটেনীয় এবং উত্তর গলের শাসক ছিলেন। সংক্ষিপ্ত সময় হলেও তার সাম্রাজ্যকালে অনেকের মধ্যে তিনিই ছিলেন প্রথম ‘ব্রেক্সিটার’ যিনি রোমান সাম্রাজ্য থেকে বিট্রেনকে আলাদা করতে চেয়েছিলেন।

 
Electronic Paper