ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেলুনে ভাসছে মানুষ

ডেস্ক রিপোর্ট
🕐 ২:৪০ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯

খেলনা নয় বরং সত্যি ছবি এটি। প্রতিবছর তুরস্কে বড় বড় বেলুনে চড়ে আকাশভ্রমণ করে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে আসা আগতরা। গত বছর এই উৎসবে যোগ দিয়েছিল প্রায় ৫ লাখ ভ্রমণপিপাসু।

এ বছরও উৎসবটি পালন করেছে তুরস্ক। সম্প্রতি নভেশির প্রদেশের গোরেমের ক্যাপ্পাডোসিয়ায় শত শত বেলুনে ভ্রমণ করে স্থানীয় এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ। 

এমনিতেই ক্যাপ্পাডোসিয়া ঐতিহাসিক স্থান হিসেবে বিশ্বের মানুষের কাছে সুপরিচিত। এর মধ্যে বড় বড় বেলুনে মানুষের ঘুরে বেড়ানোর এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে। মজার বিষয় হচ্ছে, এই এলাকাটিতে সারা বছর একই ধরনের পরিবেশ থাকে। যে কারণে ভ্রমণকারীরা এখানে এসে অভিভূত হয়।

মূলত, আবহাওয়া পর্যবেক্ষণ উপলক্ষেই প্রতিবছর বেলুন উৎসব আয়োজন করা হয়।

 
Electronic Paper