ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আস্ত জঙ্গল!

ডেস্ক রিপোর্ট
🕐 ১:৩৮ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

ভয়াবহ এক বন্যায় ডুবে গিয়েছিল আস্ত একটি জঙ্গল। চার হাজার বছরের বেশি সময় ধরে মাটির নিচে চাপা ছিল সেটি। ঘটনাটি ব্রোঞ্জ যুগের ঘটনা। কিন্তু একটা মাত্র ঘূর্ণিঝড়েই সবকিছু পাল্টে দিল। উঠে এলো ব্রোঞ্জ যুগের সেই জঙ্গল।

বন্যায় ডুবে চার হাজার বছর পর ঘূর্ণিঝড়ে ফিরে আসার মজার ঘটনাটি দক্ষিণ-পশ্চিম ব্রিটেনের ওয়েলসের।

গত ২২ মে সেখানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হ্যানা। তার পরই সমুদ্র-তীরবর্তী বর্থ এবং আনিস্লাস গ্রামের মধ্যবর্তী তিন-চার কিলোমিটার এলাকাজুড়ে ওই জঙ্গলের সন্ধান মেলে। হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে আসা ওই জঙ্গল নিয়ে হইচই পড়ে গেছে চারদিকে।

বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া সূত্রে ইতিমধ্যেই ওই জঙ্গলের ছবি ছড়িয়ে পড়েছে। তাতে শিকড়-বাকড় সমেত বহু গাছের অবশিষ্ট অংশকে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কোনো কোনো গাছের ওপর আবার ঘাসের আস্তরণও চোখে পড়েছে। হঠাৎ করে সামনে আসা এই জঙ্গল নিয়ে মানুষের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে।

 
Electronic Paper