ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গর্ভাবস্থা বলে দিত ব্যাঙ

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:১৫ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

আফ্রিকায় সাহারা মরুভূমির আশপাশের দেশগুলো সাব-সাহারান এলাকা হিসেবে পরিচিত। সেখানে বিশেষ এক জাতের নখওয়ালা ব্যাঙ পাওয়া যায় যার নাম ‘জেনোপস’। দীর্ঘকাল ধরে সেখানকার পানিতে বাস করা এই ব্যাঙ নিখুঁতভাবে প্রেগন্যান্সি (গর্ভাবস্থা) পরীক্ষা করতে পারে। বিবিসি অনলাইন।

১৯৩০ সালের দিকে ব্রিটিশ বিজ্ঞানী ল্যান্সলট হগবেন ব্যাঙের শরীরে ইনজেকশন দিয়ে মানুষের মূত্র ঢুকিয়ে এর শরীরে কী ধরনের প্রতিক্রিয়া ঘটে সেটা লক্ষ করেন।

এভাবে পরীক্ষা চালাতে গিয়ে অনেকটা দুর্ঘটনাবশতই তিনি আবিষ্কার করেন, এই ব্যাঙের ভেতরে প্রেগনেন্সি হরমোন ঢুকিয়ে দিলে সেটি ডিম পাড়তে শুরু করে। তৎকালীন সময়ে অনেক পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে হগবেন নারী জেনোপস ব্যাঙের চামড়ার নিচে ইনজেকশনের মাধ্যমে নারীর মূত্র ঢুকিয়ে দেয়।

গর্ভধারী এবং সাধারণ নারীর প্রেগন্যান্সি হরমোন দিয়ে এভাবে পরীক্ষা করেন। পরে তিনি দেখতে শুধু নারী গর্ভধারণকারী নারীর হরমোনেই ৫-১২ ঘণ্টা পর ব্যাঙ ডিম পাড়ে। আর ডিম পাড়লে নিশ্চিত হওয়া যেত, ওই নারী গর্ভবতী।

নিত্যনতুন আবিষ্কারের এই আমলে ভাবলে খুব অবাক হতে হয়, জেনোপস ব্যাঙ নির্ভুলভাবে গর্ভাবস্থা বলে দিতে।

 
Electronic Paper