ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রহস্যময় হাত

ডেস্ক রিপোর্ট
🕐 ২:১২ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ারে অবস্থিত হুইটবি জাদুঘরে ‘গৌরবের হাত’ নামে এই অদ্ভুত নিদর্শনটি সংরক্ষিত আছে। ১৯৩৫ সালের যুক্তরাজ্যে ডার্বিশায়ারের ক্যাসেলটন গ্রামের একটি ঘরের দেয়াল থেকে হাতটি উদ্ধার করেন জোসেফ ফোর্ড নামে এক ইতিহাসবিদ।

পরবর্তীতে তিনি হাতটি জাদুঘরে দান করে যা এই জাতীয় একমাত্র নিদর্শন।

ধারণা করা হয়, হাতটিতে ‘জাদুকরী’ ক্ষমতা ছিল। জাদুঘরে স্থান পাওয়ার পর গবেষকরা বলেন, হাতটি যে লোকের ছিল তাকে বারোশ শতকের দিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে হাতটি কেটে লবণ এবং অন্য উপকরণ দিয়ে শুকিয়ে দেয়ালের সঙ্গে আটকে রাখা হয়।

এ জাতীয় হাত নিয়ে প্রাচীন বইতেও অনেক গল্প রয়েছে।

বইগুলোতে বলা আছে, এ হাতটি যার ছিল সে জাদুবিদ্যা প্রয়োগের মাধ্যমে সাধারণের ক্ষতি করে শক্তি অর্জনের চেষ্টা করত। তবে এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন গবেষকরা।

 
Electronic Paper